সংবাদ সংস্থা মুম্বই: কন্নড় অভিনেতা এবং পরিচালক ঋষভ শেঠি এই মুহূর্তে সাফল্যের সঙ্গে শীর্ষে রয়েছেন। ২০২২ এ ছবিপ্রেমীদের মন জয় করেছিল তাঁর পরিচালিত দক্ষিণী ছবি ‘কান্তারা’। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি। একটি অঞ্চলের লোকসংস্কৃতির কথা যে এত সুন্দরভাবে বলা যায় এবং দর্শকের মন জয় করা যায়, তা অনায়াসেই প্রমাণ করেছিলেন এই ছবির নায়ক, পরিচালক ও গল্পকার ঋষভ শেঠি। এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করার দরুন তাঁর ঝুলিতে ঢুকেছে জাতীয় পুরস্কার। এবার ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে বড়পর্দায় হাজির হচ্ছেন ‘কান্তারা’ খ্যাত এই অভিনেতা-পরিচালক! ছবির নাম ‘ দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’। পরিচালনায় সন্দীপ সিং। 

 

আগেই জানা গিয়েছিল ঋষভের এই নয়া ছবির কথা। এবার সামনে এল ছবির প্রথম লুক। মারাঠা কিংবদন্তি ছত্রপতি শিবাজি মহারাজের ৩৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাতাদের তরফে প্রকাশ্যে এল এই ছবির প্রথম লুক। ছবিতে দেখা যাচ্ছে এক গুহার মধ্যে দেবী ভবানীর এক বিশালাকার মূর্তির সামনে রাজবেশে দাঁড়িয়ে রয়েছেন ছত্রপতি। দু'পাশে জ্বলা প্রদীপের ক্ষীণ আলোয় আরও বেশি করে প্রকট হচ্ছে মূর্তির বিরাট আকার। সমাজমাধ্যমে সেই ফার্স্ট লুকের পোস্টার পোস্ট করে পরিচালক সন্দীপ সিং-এর তরফে লেখা হয়, “...যে কিংবদন্তি রাজা এই গোটা মহাদেশের ভাগ্য পাল্টে দিয়েছিল, তাঁর বীরত্বের গাঁথা পর্দায় হাজির করতে পেরে আমরা সম্মানিত।” 

 

?ref_src=twsrc%5Etfw">February 19, 2025

 


প্রসঙ্গত, ‘কান্তারা’ ছবির সাফল্যের পর আসতে চলেছে ‘কান্তারা ২’। তবে প্রথম পর্বের কাহিনির সিক্যুয়েল কিন্তু নয় এই দ্বিতীয় ভাগ। ‘কান্তারা ২’ হবে এই ছবির প্রিকুয়েল। অর্থাৎ, ‘কান্তারা’র গল্পের পর থেকে নয়, বরং সেই কাহিনির শিকড়ের গল্পই বলবে এই ছবি। জানা গিয়েছে, কর্ণাটকের প্রেক্ষাপটে বাঁধা হয়েছে কাহিনি। চলতি বছর মুক্তি পাওয়ার কথা এই ছবির।